New year wishes in Bengali language

Spread the love

Bengalis are recognized with their charming traditional appearance. Their language is another way to represent their culture and traditions. They proudly send the New year wishes in the Bengali Language. The wishes that are fulfilled with warmth, care, and love are shown off in their wishes.

Bengali is one of the most popular languages in India. You even can send the New year wishes in Bengali to your Non Bengali friends.

If you are happy to send the Happy new year 2025 greetings in Bengal language then your near and dear would be happier to receive. There are many common things that you can connect with your friends. Being language is a common thing that makes you even closer. You can check our other major Happy New Year Wishes article for more wishes 2025

Happy New Year Wishes in Bengali Language 2025:

Happy New Year Wishes in Bengali
New Year Wishes in Bengali

You may need some inspiration to send the New year wishes this year in Bengali. Wishing someone in their native language is a symbolic way of expressing happiness. You have no boundaries of showing your gratitude for your culture and traditions. Then how can the language be missed when culture comes in the picture.

And of course! It is a great start of the year to send the wishes in your language. Knowing that you have someone special to wish you for New year is good. And wishing you unlike routine but in your language is unusual.

You can check this article: Happy New Year Wishes in Gujarati


রং বে রঙে সাজছে জাতি
ডাক ঢোলের ছড়াছড়ি ।
জীবনে আসুক নতুন প্রিতি
সুখে গড় জীবনটি ।
** শুভ নববর্ষ **

আগের সব কষ্ট , করে ফেল নষ্ট
নতুন দিনে সবার প্রানে
কেউ রেখো না দুঃখ মনে
শুভ হোক নতুন দিন
খুশি যেন না হয় বিলীন ।

নতুন আসা, নতুন রোদ্দুর,
নতুন আলো নতুন ভোর
মিষ্টি হাসি দুষ্টু চোখ,
তোমার মনের যত স্বপ্ন
নতুন বছরে তা পূর্ণ হোক,

Happy New Year Wishes in Bengali Language
Happy New Year Wishes in Bengali Language

এই সম্পর্ক এমন করেই ধরে রেখো
তোমার মনে আমার খেয়াল এভাবেই সাজিয়ে রেখো,
অনেক সুন্দর কাটলো পুরানো বছর
তেমনি করেই তোমার সঙ্গ পেতে চাই এই নতুন বছর,

বন্ধু তোমার ভালোবাসার সব জানালা খোলা রেখো,
মনের আকাশ মেঘলা হলে আমায় একটু ডেকে নিয়।
ঝড় বৃষ্টি কাটিয়ে উঠে দেখবো এবার আলোর হাসি,
আমি আছি থাকবো এভাবেই তোমার মনের পাশাপাশি।

নতুন বছর আসুক নিয়ে অনেক অনেক খুশি
সেই খুশিতেই হৃদয় ভরুক মাতুক বিশ্ববাসী,
তোমরা সবাই ভাল থেকো এই কামনা করি
নতুন বছরে শুভ কামনা ছাড়া কিবা দিতে পারি,

আবার আসলো জানুয়ারি মাস, গরমের অবসানে,
নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিলো প্রানে ।
মনের সকল গ্লানি ভুলে জীবন গড় নতুন ভাবে ,
নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে ।
*** হ্যাপি নিউ ইয়ার ***

New Year Wishes in Bengali 2024
New Year Wishes in Bengali 2025

ঢাক ঢোল মাদলের তালে
রঙ বেরঙের মনের দেয়ালে
বাঙ্গালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে
হ্যাপি নিউ ইয়ার ২০২5

কথার শেষে নতুন বেশে
আসছে কোন ভেলা আনন্দে ভেসে
নতুন ছোঁয়া আসছে প্রকৃতির মাঝে
তাই মন সেজেছে রঙিন বেশে ।
শুভ হোক নতুন বছর ।

আমার সমস্ত ফেসবুক বন্ধু এবং
পরিবারকে শান্তি, হাসি,
সমৃদ্ধি এবং স্বাস্থ্য পূর্ণ নবীন
বছরকে শুভেচ্ছা জানাই।

Happy New Year Wishes in Bengali 2024
Happy New Year Wishes in Bengali 2025

গোলাপগুলি লাল, ভায়োলেট নীল,
এটি হয় পার্টির সময়, তোমাকে শুভ নববর্ষ!
একটি দুর্দান্ত নতুন বছর আছে! তাই বলি
….happy new year 2025….

পুরাতনকে বিদায় জানাই করি নতুনের আহ্বান
জীবন চলুক আপন পথে গেয়ে খুশির গান,
নতুন পাতায় লাগে কাপন হওয়ার সুরে সুরে
হৃদয় ভরুক খুশির দোলায় ২০২5 নতুন বছরে,

নতুন বছর মানেই পুরাতনের অবসানে আগমির ডাক
নতুন বছর মানে অনন্ত উড়ানে শূন্যেই স্বপ্ন ভাসান
থাক যত ব্যার্থতা হোক কালকের কথা
সামনে তাকাও হেঁটে চলো
অতীতকে ভুললে তবেই সবটা ঠিক হবে
নিজেকে এই কথাই বলো

ফেলে রেখে পিছু টান
নতুনের করি আহ্বান
পাখনা মেলে উরুক সপ্নের উড়ান
মিটে যাক আজ সব ব্যবধান

New Year Wishes in Bengali
New Year Wishes in Bengali

আর মাত্র একদিন, আমার জীবনের শেষ দিন
আমাকে চলে যেতে হবে, আর ফিরবো না,
দেখা হবে না, যে চলে যায় সে কি আর আসতে পারে ?
আমিও আর আসবো না ।
ইতি ২০২২
” হ্যাপি নিউ ইয়ার “

ফুল ফুটেছে বনে বনে
ভাবছি তোমায় মনে মনে
বলছি তোমায় কানে কানে…
*** শুভ নববর্ষ ***

নতুন বছর শুরু হয়, আসুন আমরা প্রার্থনা করি
যে এটি এক বছর নতুন শান্তি, নতুন সুখ এবং
নতুন বন্ধুদের প্রচুর পরিমাণে হয়ে উঠুক,
ঈশ্বর আপনাকে নতুন বছর
২০২২ অবধি মঙ্গল করুন ″

নতুন দিনের নতুন আলো
দূরে নিয়ে যাক নিকষ কালো
নতুন সূর্য নতুন প্রানে
বাজাও বাদ্য জীবন গানে
কাটুক আঁধার আলোর স্পর্শে ।
মেতে উঠুক মন নতুন বর্ষে ।
*** শুভ নববর্ষ ***

Mesmerize the people with New year wishes 2025 in Bengali. You will feel overwhelmed with the return wishes. You deserve the love and someone else too deserves your love. Now come and look for the New year wishes in Bengali.

Other Language New Year Wishes:

Leave a Comment